শামীমের সঙ্গে তানিয়া বৃষ্টির বিয়ের ছবি ভাইরাল, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:০৯ পিএম


শামীমের সঙ্গে তানিয়া বৃষ্টির বিয়ে ছবি ভাইরাল, যা জানা গেল
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোটপর্দার দুই দর্শকপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকার। ভিন্ন ভিন্ন গল্পে একসঙ্গে তারা কাজ করে যাচ্ছেন নিয়মিত। পাচ্ছেন দর্শকদের প্রশংসাও। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন তারা। তবে সবকিছুকে পেছনে ফেলে নিজেদের মতো করেই কাজ করে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

নানা গুঞ্জনের মাঝেই বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ প্রকাশ্যে এলো এক নয়া জুটির ছবি! বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামিম হাসান! এ দেখে যেন চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তবে কি বিয়ে করলেন তানিয়া-শামিম? 

এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দেন তানিয়া। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিকমাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, হলুদ শাড়িতে অভিনেত্রী। সঙ্গে জুড়েছেন ‘থার্সডে স্টিকার’। অর্থাৎ, বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া, আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা!

বিজ্ঞাপন

ss-20250221135102_20250221_143139944

এই জুটি বিয়ের ছবি পোস্ট করার পরেই ভক্তরাও তাদেরকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অনেকেই আবার এটি কোনো নাটকের দৃশ্য বলেও মন্তব্য করেন। 

আগেও নাটকের দৃশ্যে বিয়ের সাজে দেখা মিলেছে শামিম-তানিয়ার। তবে শুরু থেকেই বিষয়টি নিয়ে নীরব ভূমিকায় ছিলেন শামিম-তানিয়া দুজনেই। যে কারণে ভক্তদের মাঝেও নানা জল্পনা-কল্পনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। আর সেটি বুঝতে পেরেই বিয়ে ও হলুদের ছবির গোমর ফাঁস করলেন তানিয়া। অভিনেত্রী জানালেন, এটি একটি নাটকের বিয়ের দৃশ্য। বাস্তবের কোনো বিয়ে নয়।

বিজ্ঞাপন
Advertisement

তানিয়া ঠাট্টা করে বললেন, কেউ ঠেলা ঠেলি করবেন না, এটি একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটক। 

অভিনেত্রীর সুর শোনা গেল শামিমের কণ্ঠেও। এই অভিনেতা বললেন, অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি- চিয়ারস!।

আরটিভি/এএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission